Kacha Badam Lyrics (কাঁচা বাদাম লিরিক্স ) By Bhuban Badyakar
কাঁচা বাদাম লিরিক্স :
বাদাম আছে ভালো মাথার ছিড়া চুল
সিটি গোল্ডের চুড়ি মালা দিয়ে
মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম
মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম
পায়ে তোড়া হাতের বালা থাকে যদি
সিটি গোল্ডের চেন, দিয়ে যাবেন
তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম,
আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম,
আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম।
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম,
আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম,
আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম।
Singer : Bhuvan Vaidyakar
Album : Badam Badam Kacha Badam
Lyrics: Bhuvan Vaidyakar

Sunday, December 05, 2021
শুভ সালাতিন
, Posted in




0 Response to "Kacha Badam Lyrics (কাঁচা বাদাম লিরিক্স ) By Bhuban Badyakar"
Post a Comment