Bangladesh won 19 Gold Medals in S.A GAMES 2019
Tuesday, December 10, 2019
শুভ সালাতিন
, Posted in
SA GAMES
,
sa games 2019
,
SA GAMES NEPAL
,
SAG2019
,
0 Comments
সাবাস বাংলাদেশ: এস.এ গেমসে বাংলাদেশের ১৯ সোনা
অভিন্দন! অভিন্দন!
কে বলেছে বাংলাদেশের খেলোয়াড়রা দুর্বল? বাংলাদেশ যে বাঘের দেশ,তা আরেকবার প্রমাণ করলো বাংলাদেশের সোনার ছেলে-মেয়েরা। আমরাও পারি অন্যদেশের খেলোয়াড়দের সাথে প্রতিযোগীতা করে সর্ব্বোচ পদক ছিনিয়ে আনতে পারি, সেটাই প্রমাণিত হলো। আমরা যখন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ,বিশেষ করে পেঁয়াজ কিনতে হিমসিম খাচ্ছি,দিশেহারা বোধ করছি,ঠিক সেই সময় এই সংবাদ আমাদেরকে আবারো আশার আলো দেখালো।
SAG2019: Dipu Chakma wins first gold for Bangladesh in taekwondo-photo courtesy:Dhaka Tribune |
এস.এ গেমসে দেশের মাটিতে আমরা জিতে ছিলাম ১৮ টি সোনা।
দেশের বাইরে ভারতের মাদ্রাজে ১৯৯৫ সালে ৭ টি সোনা আর ২০১৯ এসে পেলাম ১৯টি সোনা ।
এস.এ গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশের জন্য প্রথম সোনাটি এনে দেন দিপু-তায়কোয়ান্দো থেকে। সবশেষে ছেলেদের ক্রিকেট থেকে পেলাম ১৯ নম্বর সোনা।
দেশের বাইরে ভারতের মাদ্রাজে ১৯৯৫ সালে ৭ টি সোনা আর ২০১৯ এসে পেলাম ১৯টি সোনা ।
এস.এ গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশের জন্য প্রথম সোনাটি এনে দেন দিপু-তায়কোয়ান্দো থেকে। সবশেষে ছেলেদের ক্রিকেট থেকে পেলাম ১৯ নম্বর সোনা।
0 Response to "Bangladesh won 19 Gold Medals in S.A GAMES 2019"
Post a Comment