আমার পড়া বই ১: ইন দ্য হ্যান্ড অব তালেবান ( In the hand of Taliban by Yvonne Ridley)
Friday, November 08, 2019
শুভ সালাতিন
, Posted in
book review
,
In the hand of Taliban
,
In the hand of Taliban by Yvonne Ridley
,
Yvonne Ridley
,
0 Comments
বইটির( In the hand of Taliban by Yvonne Ridley) লেখিকা বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক ইভন রিডলি। ২০০১ সালে টুইন-টাওয়ারে বিমান হামলার পরে তিনি পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিলেন পার্সপোট ও ভিসা ছাড়া এবং যথারীতি তালেবানদের হাতে বন্দি হন। এই বইটিতে তিনি বর্ণনা করেছেন তালেবানদের বন্দিশালায় কাটানো ভয়াবহ ১০ দিনের অভিজ্ঞতার কথা।
তালেবানরা তাঁর সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেন এবং আন্তজাতিক কূটনৈতিক তৎপরতার কারনে তালেবানরা তাঁকে সস্মানে মুক্তি দিতে বাধ্য হয়।
বইটি পড়ে এই মহিলার সাহস ও মনোবল দেখে আর্শ্চয হয়েছি। ইভন রিডলি স্বভাবে বেপরোয়া। সংবাদের পিছনে যে সংবাদ থাকে তা বের করার জন্য তিনি যেকোন ঝুকি নিতে পারেন। তালেবানরা মুক্তি দেওয়ার পর তিনি ইসলাম ধর্ম গ্রহন করে সমগ্র-এ বিশ্ব-হইচই ফেলে দিয়েছিলেন। বর্তমান মুসলিম বিশ্ব-এ ইভন রিডলি এখন একটি আলোচিত নাম।
২৪০ পাতার বইটির স্বছন্দ অনূবাদ করেছেন আরার হামীম। বইটি প্রকাশ করেছে নবপ্রকাশ ২০১৭ সালে।
0 Response to "আমার পড়া বই ১: ইন দ্য হ্যান্ড অব তালেবান ( In the hand of Taliban by Yvonne Ridley) "
Post a Comment